Posts

Showing posts from July, 2025

উত্তরপ্রদেশে ধর্মান্তর চক্রের চাঞ্চল্যকর পর্দাফাঁস: বর্ণভিত্তিক ‘রেট কার্ড’, ১০০ কোটি টাকা বিদেশি তহবিল।

Image
নিজস্ব প্রতিবেদক লখনউ / বলরামপুর: উত্তরপ্রদেশে এক বিস্তৃত ও ভয়াবহ ধর্মান্তর চক্রের হদিস পেয়েছে UP ATS (অ্যান্টি টেররিজম স্কোয়াড)। বলরামপুর থেকে চক্রের মূল মাস্টারমাইন্ড জামালউদ্দিন ওরফে চাঙ্গুর বাবা এবং তার সহযোগী নীতু রোহরা ওরফে নাসরিন-কে গ্রেফতার করা হয়েছে। এই চক্র হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করার জন্য বর্ণভিত্তিক ‘রেট কার্ড’ তৈরি করেছিল—যা শুনলে শিউরে উঠতে হয়। 🧾 বর্ণভিত্তিক ধর্মান্তরের 'দর তালিকা' এটিএস সূত্রে জানা গেছে, জামালউদ্দিন নিজেকে “হাজী পীর জালালউদ্দিন” নামে পরিচয় দিয়ে দেশজুড়ে একটি বিশাল নেটওয়ার্ক পরিচালনা করত। তার এজেন্টরা হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বা অন্য কোনো উপায়ে ধর্মান্তরের প্ররোচনা দিত। এই কাজের জন্য মেয়েদের জাত অনুযায়ী টাকা নির্ধারণ করা হত: 🟢 ব্রাহ্মণ ও ক্ষত্রিয় মেয়েদের জন্য: ₹১৫-১৬ লক্ষ 🟡 দলিত মেয়েদের জন্য: ₹১০-১২ লক্ষ 🔵 অন্যান্য বর্ণের জন্য: ₹৮-১০ লক্ষ 🌍 বিদেশি অর্থ ও বিলাসবহুল জীবনযাপন এডিজিপি (আইনশৃঙ্খলা) জানিয়েছেন, জামালউদ্দিন উপসাগরীয় দেশসহ বিভিন্ন ইসলামিক দেশে প্রায় ৪০-৫০ বার সফর করেছে। অভিযোগ, সেখান থেকেই ধর্মান্তরের কাজে ১০০ কোটি টা...